FAQ'S
দাহ্যবস্তু, অক্সিজেন, পরিমিত তাপ এ তিনটি উপাদানের সংযোগের বিরামহীন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অবিচ্ছিন্ন প্রজ্জ্বলন প্রক্রিয়াকে আগুন বলে।
আগুনের উপাদান চারটি। যথাঃ দাহ্য বস্তু, অক্সিজেন, পরিমিত তাপ ও বিরামহীন রাসায়নিক বিক্রিয়া।
আগুন ছয় প্রকার। যথাঃ কঠিন পদার্থের আগুন, তরল পদার্থের আগুন, ধাতব পদার্থের আগুন,বৈদ্যুতিক আগুন, গ্যাসের আগুন এবং রান্নার আগুন।
বৈদ্যুতিক কারণে ৪৪%, কারখানার রান্নাঘর থেকে ২৫%, সিগারেটের কারণে ১০%, ডাস্ট থেকে ৬%,খোলাবাতি ৫%, ঘর্ষনজনিত কারণে ৩%, স্যাবোটাজ ২% ও অন্যান্য কারণে ৫%।
সহজে বহনযোগ্য যে যন্ত্রের মাধ্যমে আগুন নির্বাপন করা হয় তাকে পোর্টেবল ফায়ার
এক্সটিংগুইসার বা বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র বলে।
যে বল কারো অনুপস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভায় বা কেউ তা আগুনে নিক্ষেপ করলে স্বয়ংক্রিয়ভাবে আগুন নিভে যায় তাকেই অটোমেটিক ফায়ার এক্সটিংগুইসিং বল বা স্বয়ংক্রিয় অগ্নি
নির্বাপক যন্ত্র বলে।
কঠিন পদার্থের আগুন (Solid Fire: Class–A) [DCP, CO2 and H2O], তরল পদার্থের আগুন (Liquid Fire: Class–B) [Foam], ধাতব পদার্থের আগুন (Metal Fire: Class-D) [Sand, Soil, Graphite and Talcum Power], বৈদ্যুতিক আগুন (Electrical Fire: Class-E) [Co2], গ্যাসের আগুন (Gas Fire: Class–C) [ DCP, Sand, Soil], রান্নার আগুন (Cooking Fire: Class–F/K) [Wet Chemical Fire Extinguishers].
এক্সটিংগুইসারের প্রেসার বা স্পার চার্জ নির্দেশক কাটাটি সবুজ অংশে থাকলে তা ভালো আর উক্ত কাটাটি লাল অংশে তাকলে তা খারাপ।
এক বছর পর পর।
প্রতি ৯০ বর্গ মিটারের জন্য একটি ফায়ার এক্সটিংগুইসার লাগবে।
এক্সটিংগুইসারের তলদেশ বা ভূমি হতে ১ মিটার উপরে।
৩০ মিটার (১০০ ফুট) এর অধিক দূরত্বে থাকতে পারবে না।
বহির্গমন পথ, দরজার নিকটে বা সহজে পৌঁছানো যায় এমন স্থানে।
স্ট্যান্ডপাইপ, হোস বা রীল পাইপ ও স্প্রিংকলারের সম্মিলিত রূপই হলো ফায়ার হাইড্রেন্ট ও স্ট্যান্ডপাইপ সিস্টেম।
অগ্নিকান্ড সংগঠিত হলে নিরাপদে বেরিয়ে আসার জন্য যে সতর্কতা সংকেত দেয়া হয় তাকে ফায়ার এলার্ম সিস্টেম বা অগ্নি হুশিয়ারী সংকেত ব্যবস্থা বলে।
কোথাও অগ্নিকান্ডের মত দূর্ঘটনা সংগঠিত হওয়ার সাথে সাথে যে সেন্সর স্বয়ংক্রিয় ভাবে আগুন নির্ণয় করে ও এলার্ম দিয়ে সবাইকে জানিয়ে দেয় তাকে ডিটেক্টর বলে।